ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

পুড়ে যাওয়া কারখানায় তল্লাশি, মেলেনি কোন মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২২ শনিবার | আপডেট: ০৪:২৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২২ শনিবার

নারায়ণগঞ্জে বন্দরের মদনপুরে পুড়ে যাওয়া জাহিন নিটওয়্যার পোশাক কারখানায় ডাম্পিং শেষে তল্লাশি চালিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে পুড়ে যাওয়া ভবনগুলোতে পাওয়া যায়নি কোনো মরদেহ।

শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের পরিচালক দেবাশীষ বর্ধন।

তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রেণে আসার পর রাত ১০টা থেকে সকাল ৯টা পর্যন্ত ডাম্পিং শেষে সকাল সাড়ে ১০টায় পর্যন্ত চলে তল্লাশি। ভবনগুলোর ভেতরে কোনো মরদেহ পাওয়া যায়নি। হতাহতের কোনো তথ্য শ্রমিকরাও জানাননি।’ 

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন প্রসঙ্গে তিনি জানান, ফায়ার সার্ভিসের পরিচালক (অপরাশেন) জিল্লুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যদের কমিটি গঠন করা হবে।

এদিকে, সকাল থেকে শ্রমিকরা কারখানার আশপাশে ভিড় করছেন। তবে প্রিন্টিং ও অন্য একটি ইউনিটে অল্প পরিসরে কাজও শুরু হয়েছে।

মদনপুরের বাসস্ট্যান্ড এলাকার জাহিন নিটওয়্যারের কারখানায় শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। চারটি দোতলা ভবনে আগুন ছড়িয়ে যায়। কারখানার পরিসর বড় হওয়ায় এবং আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক কর্মীদের বেগ পেতে হয়।’

আগুন নিয়ন্ত্রণে আসার পর সংস্থাটির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান, ‘আগুন কীভাবে এক ভবন থেকে রাস্তার ওপর পাশের ভবন গেল তা অনুসন্ধান করে বের করা হবে। আগুনে ৬ নম্বর ভবনের ছাদ ধসে পড়েছে।’

তিনি জানান, ‘কারখানার ভেতরে প্রচুর পরিমাণে তৈরি পোশাক, গুদাম ও কাপড় ছিল। এ কারণে আগুন দ্রুত পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে।’

কারখানার জেনারেল ব্যবস্থাপক প্রবিত্র কুমার সাহা বলেন, কীভাবে আগুন লাগেছিল তা বুঝতে পারছি না। তবে আগুনে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতিক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে, কারখানা পুনরায় সচল করতে সব রকম বসহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বিকেএমইএ’র সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

এএইচ/