সময় বাড়ছে না বাণিজ্য মেলার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:১০ পিএম, ২৯ জানুয়ারি ২০২২ শনিবার | আপডেট: ০৫:৩৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২২ শনিবার
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়ানো হবে না। আগামী ৩১ জানুয়ারিই বাণিজ্য মেলার পর্দা নামছে বলে জানা গেছে। শনিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে এ তথ্য জানা গেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব ও বাণিজ্যমেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘‘দুই বছর পর বাণিজ্য মেলার আয়োজন করে আমরা সন্তুষ্ট। মেলায় আসার রাস্তা নিয়ে শঙ্কায় থাকলেও আশানুরূপ দর্শনার্থী এসেছিলেন। আগামী ৩১ জানুয়ারি বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠান হবে। সে আয়োজনও প্রায় সম্পন্ন, সময়টা পরে জানানো হবে। করোনা পরিস্থিতিতে মেলার সময় এবছর আর বাড়ছে না।’’
তিনি আরো বলেন, ‘‘এবছর পূর্বাচলে বাণিজ্যমেলার স্থায়ী ভবনে ব্যবসায়ীরা শঙ্কা নিয়ে এলেও ছোট-বড় সব ব্যবসায়ীরা মুনাফা পেয়েছেন। তবে মেলার সময় বাড়ানোর জন্য অনেকেই মুখে সে কথা স্বীকার করছেন না।
গত ১ জানুয়ারি মাস ব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এবারের মেলায় বাংলাদেশসহ মোট ২২টি দেশ অংশ নিয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য বা টিকিট মূল্য ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য থাকছে ২০ টাকা করে।
এবারে মেলায় মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ইত্যাদি বিষয়কে সামনে রেখে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে। এই প্যাভিলিয়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিকসহ জানা গেছে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়ার প্রকৃত ইতিহাস।
এমএম/