ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৮ ১৪৩১

বিলুপ্তির পথে পরিবেশবান্ধব গরুর গাড়ি (ভিডিও)

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ২৯ জানুয়ারি ২০২২ শনিবার

একসময় উত্তরাঞ্চলের পল্লী এলাকার জনপ্রিয় বাহন ছিল গরুর গাড়ি। বিশেষ করে ফসল ও মানুষ বহনের বাহন ছিল এটি। গ্রাম বাংলার এই ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। তবে এখনো গ্রাম বাংলায় আয়োজন হয় গরু গাড়ির প্রতিযোগিতা। 

দুই যুগ আগেও বেশ প্রচলন ছিল গরু গাড়ির। বিয়ে বাড়ি বা মালামাল পরিবহনে গরুর গাড়ি ছিল একমাত্র বাহন। গরুর গাড়ির চালককে বলা হয় গাড়িয়াল। সেই চালককে উদ্দেশ্য করে রচিত হয়েছে যুগান্তকারী ভাওয়াইয়াসহ অসংখ্য গান।

তবে বর্তমানে নানা ধরনের মোটরচালিত যানের কারণে অনেকটাই বিলুপ্তির পথে পরিবেশবান্ধব গরুর গাড়ি।

বিশেষজ্ঞদের ধারণা, খ্রিস্টপূর্ব ১৬০০ সালের দিকে সিন্ধু অববাহিকা ও ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে গরু গাড়ির প্রচলন শুরু হয়। 

সম্প্রতি ঝিনাইদহের বেতাই গ্রামে আয়োজন করা হয় গরু গাড়ির প্রতিযোগিতা। আয়োজকরা জানান, হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন প্রজন্মকে জানান দিতেই এই আয়োজন। 

খেলায় অংশগ্রহণকারীরা জানান, একটু আনন্দের জন্যই এই খেলার আয়োজন। গ্রামীণ মানুষের প্রাণ সঞ্চার হচ্ছে এর মধ্যদিয়ে। 

একজন জানান, বহুদিন ধরেই এই খেলার আয়োজন করা হয়ে আসছে বেতাই গ্রামে। তাই এবারে উপভোগ করতে এসেছেন।

বেতাই গ্রামের এই গরুর গাড়ীর প্রতিযোগিতা উপলক্ষে বসেছে গ্রামীন মেলাও। 

এসবি/