ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

কারখানায় গ্যাসের চাপ কম, ব্যাহত হচ্ছে উৎপাদন (ভিডিও)

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২২ শনিবার

ঢাকার আশপাশের শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানায় গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে বিটিএমইএ। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সংগঠনটি বলছে, এরইমধ্যে মুখ থুবড়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য। তিতাসের ওপর ক্ষোভ প্রকাশ করেন সংগঠনটির নেতারা। বলছেন, গ্যাসের বদলে বাতাস সরবরাহ করে বিল নিচ্ছে তিতাস। 

প্রায় তিন মাস ধরে নির্ধারিত পিএসআই এ গ্যাস পাচ্ছে না সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জের টেক্সটাইল মিলগুলো। ফলে পোশাক শিল্পের যোগানদাতা প্রতিষ্ঠানগুলোতে চরমভাবে ব্যহত হচ্ছে উৎপাদন।

গ্যাস সংকটের এই চিত্রই তুলে ধরলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন, বিটিএমই। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, তাদের মিলগুলোতে গ্যাসের চাপ নেই। 

বলেন, "আমাদের গ্যাসের চাপ প্রায় দুই থেকে তিনের কোটায়, কোনও কোনও ফ্যাক্টরিতে শূন্যে নেমে এসেছে। দিন তারিখ মোতাবেক গ্যাসের মিটার যে শূন্য তা তুলে ধরছি।" 

সংগঠনটির অভিযোগ, গ্যাস না দিয়ে পাইপলাইনে বাতাস সরবরাহ করছে তিতাস।

মোহাম্মদ আলী খোকন বলেন, "আমাদের তথ্য মোতাবেক তিতাস কর্তৃপক্ষ শুধুমাত্র পাইপলাইনের মাধ্যমে বাতাস সরবরাহ করে কোটি কোটি টাকা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, গাস না দিয়ে গ্যাসের বিল নিয়ে যাচ্ছে। সকল সরকারি বিভিন্ন দপ্তরের লোকজন থাকা অবস্থায় আমরা বলেছিলাম যে গ্যাস না ফুরিয়ে আমরা হাজার হাজার কোটি কোটি টাকা দিচ্ছি।" 

এ অবস্থায় গ্যাসের দাম বাড়লে সুতার উৎপাদন খরচ বাড়বে। এই সুযোগে আমদানি বাড়লে গোটা খাতই ধ্বংসের মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে।

এবিষয়ে মোহাম্মদ আলী খোকন বলেন, "যদি গ্যাসের দাম বৃদ্ধি পায় তাহলে কোনওভাবেই এই শিল্পগুলো টিকে থাকবে না। শুধু ব্যাঙ্কে ঋণের বোঝাই বাড়বে না, অনেকেই শিল্প বন্ধ করে দিবে।" 

তাদে অভিযোগ, সরকার নির্দেশ দিলেও ইভিসি মিটার বসাতে গড়িমসি করছে কর্তৃপক্ষ। তাই ক্যাপটিভ পাওয়ার সংশ্লিষ্ট মিলগুলোতে ইভিসি মিটার স্থাপন ও এর ভিত্তিতে বিল পরিশোধের দাবিও জানায় সংগঠনটি। 

এসবি/