ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

শেষ সময়ে বাণিজ্য মেলায় বেড়েছে ক্রেতা সমাগম (ভিডিও)

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৯:১৩ পিএম, ৩০ জানুয়ারি ২০২২ রবিবার

শেষ দিকে এসে ক্রেতা-দর্শনার্থীর ভিড় বেড়েছে ঢাকা আন্তজার্তিক বাণিজ্য মেলায়। ধুম পড়েছে বেচাকেনাতেও। তবে পরিবহন সংকট, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার ও  মেলার স্থল মূল শহর থেকে দূরে হওয়ায় প্রথম দিকে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি কম ছিল বলে দাবি ব্যবসায়ীদের। 

শেষ সময়ে ক্রেতা-দর্শনার্থীদের সমাগমে মুখরিত ঢাকা আন্তজার্তিক বাণিজ্য মেলা। মেলায় দেশি-বিদেশি পণ্যের বহু স্টল ও প্যাভিলিয়ন থাকলেও আগের বছরের তুলনায় বিক্রি কম বলে দাবি ব্যবসায়ীদের।

বিদেশি স্টলের একজন মালিক বলেন, "করোনাভাইরাসের কারণে ক্রেতা উপস্থিত কম, ক্রেতা যারা আসছেন বেশিরভাগই পুরোনো ক্রেতা।" 

আরেক স্টল মালিক বলেন, "নতুন জায়গার কারণে নতুন ক্রেতা কম। তারপরেও আমরা অপেক্ষায় আছি নতুন-পুরোনো ক্রেতার জন্য।"

তবে পরিবহন সংকটের সামাধান-সহ এবং সড়কের সংস্কার হলে আগামীতে মেলা জমে উঠবে বলে আশাবাদি তারা।

দেশি স্টলের একজন মালিকরা বলেন, "ঢাকা থেকে রাস্তা খুব খারাপ। তবে রাস্তা ঠিক করলে সামনের বছর মেলা খুব ভালো হবে।" 

দর্শনার্থীরা বলছেন, বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং সংস্কৃতি আদান প্রদানে এই মেলা বেশ সহায়ক হবে।  

একজন ক্রেতা বলেন, " এখানে আসলে মানুষ বুঝতে পারবে বাংলাদেশে কী কী প্রকারের পণ্য তৈরি হচ্ছে।

করোনার প্রকোপ বাড়লেও মেলায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি। সামাজিক দুরত্ব কিংবা মাস্ক পরার ক্ষেত্রে উদাসীন বেশিরভাগ ক্রেতা-দর্শনার্থী। 

এসবি/