ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

শতাধিক কর্মকর্তাকে হত্যার অভিযোগ তালেবানের বিরুদ্ধে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪ এএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটির শতাধিক সাবেক কর্মকর্তা-কর্মচারীকে হত্যা করেছে তালেবান গোষ্ঠি, এমনটাই উঠে এসেছে জাতিসংঘের রিপোর্টে। 

সংবাদ মাধ্যম রয়টার্সে এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিহতদের অধিকাংশই সাবেক সরকারি কর্মকর্তা, নিরাপত্তা কর্মী ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে জড়িত ব্যক্তি। 

আরও বলা হয়, সংবাদ কর্মী, মানবাধিকারকর্মীরাও বার বার নিপীড়ন, গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছেন এবং এখনও হচ্ছেন। 

প্রতিবেদনে সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের বক্তব্য রয়েছে। তিনি বলেন, গেল আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর থেকে দেশটির ৩ কোটি ৯০ লাখেরও বেশি মানবেতর জীবন-যাপন করছে। তীব্র রুপ নিয়েছে দেশটির অর্থনৈতিক সংকট। ভেঙ্গে পড়েছে সামাজিক ব্যবস্থাও। 

সংকট নিরসনে দেশটিতে জাতিসংঘ মিশনকে নতুন করে ঢেলে সাজানোতে নিরাপত্তা পরিষদকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান গুতেরেস।

এএইচ/