ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রামেকের করোনা ইউনিটে আরও ৪ মৃত্যু

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতলের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে। জেলায় ৪৬৩টি নমুনা পরীক্ষায় ১৮৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ৪০ দশমিক ৮২ শতাংশ।

সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এই চারজন মারা যান। এদের মধ্যে দুইজনের বাড়ি রাজশাহী এবং অপর দুইজন চাঁপাইনবাবগঞ্জের।

সকালে এক প্রতিবেদনে রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়া চারজনের মধ্যে দুজন হাসপাতালের ২৯-৩০নং ওয়ার্ডে এবং দুজন আইসিইউতে ভর্তি ছিলেন। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। 

মৃতদের মধ্যে দুজনের বয়স ৬০ বছরের ওপরে। এছাড়া একজন ৫১ থেকে ৬০ বছর বয়সী এবং অন্যজন ১১ থেকে ২০ বছর বয়সী। 

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৯ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন। ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬৩ জন। এরমধ্যে পজিটিভ শনাক্ত ৩৬ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২২ জন। উপসর্গ নিয়ে ভর্তি হয়েও করোনা ধরা পড়েনি ৫ জনের।

রোববার রাজশাহীর দুটি ল্যাবে জেলার ৪৬৩টি নমুনা পরীক্ষায় ১৮৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ৪০ দশমিক ৮২ শতাংশ। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ১৮৮টি পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মেডিকেল কলেজ ল্যাবে ২৭৫ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ১১০ জনের।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী বলেন, টানা চারদিন ৬০-এর উপরে থাকার পর রোববার শনাক্তের হার কিছুটা কমেছে। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।

এএইচ/