আরএসআরএম গ্রুপের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:২০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার | আপডেট: ০২:৫৬ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
পুঁজিবাজারে তালিকাভুক্ত রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রামের একটি আদালত। রাষ্ট্রায়াত্ত্ব জনতা ব্যাংকের ৩১২ কোটি ৮২ লাখ টাকা ঋণখেলাপির দায়ে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার পাশাপাশি ১ ফেব্রুয়ারির মধ্যে মাকসুদুর রহমানের পাসপোর্ট আদালতে জমা দেয়ার এবং আদেশের কপি পুলিশের বিশেষ শাখায় পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
শুনানি শেষে এ আদেশ জারি করে চট্টগ্রাম অর্থঋণ আদালত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮ সালের ২৯ মার্চ খেলাপি ঋণ আদায়ের জন্য মাকসুদুর রহমানের বিরুদ্ধে মামলা করে জনতা ব্যাংক লিমিটেডের লালদীঘি ইস্ট কর্পোরেট শাখা। এ শাখায় ৩১২ কোটি ৮২ লাখ ৩৩ হাজার টাকা ঋণ খেলাপি আরএসআরএম গ্রুপ।
মামলার রায়ে আদালত উল্লেখ করে, বিবাদী মাকসুদুর রহমান একজন ইচ্ছাকৃত ঋণখেলাপি। ২০১৯ সালে মাত্র দুই শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে ঋণ পুনঃতফসিল করার সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এ সুযোগে ঋণ পুনঃতফসিল করেছেন অনেক খেলাপি। কিন্তু সুযোগ পাওয়া সত্ত্বেও তা গ্রহণ করেননি বিবাদী।
মাকসুদুর রহমান মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে চট্টগ্রাম অর্থঋণ আদালতে আরও কয়েকটি মামলা বিচারাধীন। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ খেলাপি রয়েছে।
সূত্র: বাসস
এসএ/