রাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক কাঞ্চন চাকমা
রাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত : ০৪:২৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. কাঞ্চন চাকমা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিউকুলার বায়োলজি বিভাগে কর্মরত ছিলেন।
মঙ্গলবার সকাল ১১টায় ফুল দিয়ে প্রো-ভাইস চ্যান্সেলরকে স্বাগত জানান ভাইস চ্যান্সেলন ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।
পরে ভাইস-চ্যান্সেলর এবং নতুন প্রো-ভাইস চ্যান্সেলর বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এরপর বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দীপংকর তালুকদার ভবনের সামনে ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর বৃক্ষ রোপণ করেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. কাঞ্চন চাকমাকে নিয়োগ দেওয়া হয়।
এএইচ/