আফগান কর্মকর্তাদের হত্যার প্রমাণ আছে: জাতিসংঘ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৪০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৪:৪৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে, সাবেক আফগান সরকারের নিরাপত্তা বাহিনী এবং যারা আন্তর্জাতিক সৈন্যদের সাথে কাজ করেছিল এমন শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ।
রবিবার বার্তা সংস্থা এপি’র এক প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, "আফগানিস্তানের সাবেক সরকার এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর সাথে সংশ্লিষ্টদের "সাধারণ ক্ষমা" ঘোষণা করা সত্ত্বেও, তালেবান বা এর সহযোগীদের দ্বারা নিহতদের “দুই-তৃতীয়াংশেরও বেশি” বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার বলে অভিযোগ পাওয়া গেছে।
গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বলেছেন, "আফগানিস্তানে জাতিসংঘের রাজনৈতিক মিশনও সে দেশে কর্মরত ইসলামিক স্টেট চরমপন্থী গোষ্ঠী বা "আইএসআইএল-কেপির সাথে জড়িত সন্দেহে অন্তত ৫০ ব্যক্তির বিচারবহির্ভূত হত্যার বিশ্বাসযোগ্য অভিযোগ" পেয়েছে।"
গুতেরেস আরও বলেন, "মানবাধিকার রক্ষক এবং গণমাধ্যম কর্মীরাও “আক্রমণ, ভয়ভীতি, হয়রানি, নির্বিচারে গ্রেপ্তার, দুর্ব্যবহার এবং হত্যার শিকার হচ্ছেন”।"
মহাসচিব বলেন, জাতিসংঘের মিশনগুলি স্বল্প মেয়াদে গ্রেপ্তার, মারধর এবং ভয় দেখানোর ৪৪টি মামলা নথিভুক্ত করেছে, যার মধ্যে ৪২টির জন্য তালেবান দায়ী।
এপি’র প্রতিবেদনে, মহাসচিব বর্তমান পরিবেশে জাতিসংঘের রাজনৈতিক মিশনের জন্য অগ্রাধিকারগুলো প্রস্তাব করেছেন, সে দেশে ব্যাপক ক্ষুধা ও অর্থনৈতিক পতন রোধ করতে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তালেবানকে নারীর অধিকার ও মানবাধিকারের নিশ্চয়তা দেওয়ারও আহ্বান জানিয়েছেন।
সূত্র: ভয়েস অব আমেরিকা
এসবি/