ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কোভিড: আরও ৩৬ মৃত্যু, কমেছে শনাক্তের হার

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৫:২২ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

দেশে করোনাভাইরাসে একদিনে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে, যা সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ। এক দিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ গতবছরের ১৯ সেপ্টেম্বর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৪৪ হাজার নমুনা পরীক্ষা করে ১২ হাজার ১৯৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।

আগের দিন মঙ্গলবার ১৩ হাজার ১৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ৩১ জনের। সে হিসেবে শনাক্ত রোগী আগের দিনের চেয়ে কিছুটা কমেছে, তবে মৃত্যু বেড়েছে।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৪৬১ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন চার হাজার ২০৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন সুস্থ হয়ে উঠলেন।

এসবি/