ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

শার্শায় নৌকার ২ সমর্থককে কুপিয়েছে দুর্বৃত্তরা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৬ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

যশোরের শার্শায় নাজমুল হোসেন (৩০) ও জাহান আলী (২৬) নামে দুই জনকে পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। এই দুজন ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থক ছিলেন।

বুধবার বিকেলে উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শার্শার রুদ্রপুর গ্রামের বৌ বাজার এলাকায় নৌকা প্রতীকের সমর্থক নাজমুল হোসেন ও জাহান আলী একটি দোকানে বসে ছিলেন। এ সময় একই গ্রামের বর্তমান চেয়ারম্যান (বিদ্রোহী প্রার্থী) এর সমর্থক আরশাদ আলীর নেতৃত্বে ইসতিয়াক, আব্দুল্লাহ, হৃদয়, কবির, ইয়াছিন, জসিম, নাছিম ও তাজ তাদের উপর লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। 

এক পর্যায়ে নাজমুল হোসেন ও জাহান আলীর হাত ও পা ভেঙ্গে দেয় তারা। 

এ সময় আহতদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত দুইজনকে গুরুতর আহত অবস্থায় শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

তারা শার্শার কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেনের কাছের লোক বলে জানায় এলাকাবাসী ।  

এ ব্যাপারে নাজমুল হোসেনের মা রোকেয়া খাতুন শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ/