ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

খুবির টিএসসি ভবন নির্মাণ কাজের উদ্বোধন

খুবি প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

খুলনা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ প্রত্যাশিত ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৫৪০ টাকা।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের নির্মাণ তত্ত্বাবধান কমিটির সভাপতি,  প্রকল্প পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্মাণ কাজের উদ্বোধনের পর সেখানে মোনাজাত করা হয়।

৫৪ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৫৪০ টাকা ব্যয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবন নির্মাণ কাজটি করছে মাহবুব ব্রাদার্স (প্রা:) লিমিটেড। টিএসসি ভবনে ফ্লোরের মোট আয়তন হবে ১০ হাজার বর্গমিটার, সেখানে থাকবে ১ হাজার ২শ’টি আসন ব্যবস্থা। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে দুই বছর। 

৪ তলা বিশিষ্ট এই ভবনে সাধারণ বিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি জেনারেটর এবং সোলার সিস্টেম, সিসিটিভি, অগ্নিনির্বাপণ যন্ত্র ও ৫টি লিফটের সুবিধা থাকবে।

এএইচ/