ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ১ ১৪৩১

নাদালের জয়ে ভ্যাকসিন নিতে রাজি জকোভিচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৩৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

করোনাভাইরাস প্রতিরোধের ভ্যাকসিন অবশেষে নিতে রাজি হয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে ক্যারিয়ারের ২১তম স্ল্যাম শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। আর নাদালের এই কৃতিত্বের পর বিশ্বের এক নম্বর তারকা জকোভিচ করোনা ভ্যাকসিন নিতে রাজী হয়েছেন।

অস্ট্রিয়ান সংবাদমাধ্যম হটেকে এ তথ্য জানিয়েছেন জকোভিচের আত্মজীবনীর লেখক দানিয়েল মিউকশ্চ।  

তিনি বলেছেন, ‘চারপাশ থেকে যা শুনছি, তাতে মনে হচ্ছে সে টিকা নিচ্ছে। হয়তো অস্ট্রেলিয়ার ফাইনালের প্রভাব আছে এতে। হয়তো রাফায়েল নাদালের ২১তম গ্র্যান্ড স্ল্যাম তাকে এদিকে ঠেলে দিয়েছে।’

মেলবোর্নের ফাইনালে রাশিয়ান দানিল মেদভেদেভকে পাঁচ সেটের উত্তেজনার লড়াইয়ের পর শিরোপা হাতে তুলেন রাফায়েল নাদাল। কিন্তু ভ্যাকসিনেটেড না থাকায় অস্ট্রেলীয় সরকারের কোভিড আইন অনুযায়ী জকোভিচ সেখানে গিয়েও শেষ পর্যন্ত কোর্টে নামতে পারেননি। 

দুই দফা আপিল করে বিতর্কিত এই বিষয়টি থেকে বেরিয়ে আসতে না পারায় জকোভিচকে না খেলেই অস্ট্রেলিয়া থেকে ফিরে আসতে হয়েছিল। 

এই জয়ের মাধ্যমে নাদাল জকোভিচ ও রজার ফেদেরারকে পিছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ ২১তম স্ল্যাম শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেন। জয়ের পরপরই দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী নাদালকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগযোগমাধ্যমে বার্তা পাঠান জকোভিচ।

সম্প্রতি করোনাভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে নতুন কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ফ্রান্সও। ফলে টিকা না নিলে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনে খেলার ক্ষেত্রেও ঝামেলায় পড়তে পারেন জকোভিচ। যুক্তরাষ্ট্রও আগেই জানিয়ে রেখেছে, টিকা না নেওয়া কেউ ইউএস ওপেনে খেলতে পারবেন না।

শেষ পর্যন্ত জকোভিচ ভ্যাকসিন নিলে তাকে দেখা যেতে পারে ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি মাস্টার্স ওপেনেও। সেখানে নাদালের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে তার। 

এদিকে এটিপি র‌্যাঙ্কিংয়ের নিজের অবস্থান দৃঢ় রাখতে এসব টুর্নামেন্টে খেলতে হবে জকোভিচকে। এখন পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে আছেন তিনি। দুইয়ে আছেন মেদভেদেভ।

এএইচ/