ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

আমদানি-রফতানি গতিশীল করতে বেনাপোলে মত বিনিময়

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৬:০০ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে বাণিজ্য সহজিকরণ, যশোর-বেনাপোল সড়ক প্রসস্থকরণ, শুল্ক আদায়ে জটিলতা নিরসন, আমদানি পণ্য সংরক্ষণে অতিরিক্ত শেড নির্মাণ, রেলযোগে পণ্য পরিবহন বৃদ্ধি, কন্টেইনার টার্মিনাল নির্মাণ, বেনাপোলে পণ্য নিয়ে আসা ফিরতি ট্রেনে বাংলাদেশের পণ্য ভারতে রফতানি এবং বন্দরের অবকাঠামো বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বেলা ১২ টার সময় বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের কনফারেন্স রুমে এ সভায় সভাপতিত্ব করেন স্থলবন্দর বেনাপোলের পরিচালক মো: মনিরুজ্জামান। 

মতবিনিময় সভায় স্থলবন্দরের বিরাজমান সমস্যাগুলি তুলে ধরেন বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো। সমস্যা গুলোর মধ্যে একাধিক ব্যবসায়ীর বক্তব্যে উঠে আসে বেনাপোল স্থলবন্দরে জায়গা সংকট। এ সংকটের কারণে আমদানিকৃত পণ্য বন্দরে সময় মত উঠা নামা করতে না পারায় ডেমারেজ গুনতে হয় ব্যবসায়ীদের। সব থেকে বড় অসুবিধা হলো একটি আমদানি পণ্য ট্রাক ভারত এর কালিতলা পার্কিংয়ে এক মাসের বেশি সময় অতিবাহিত করে। সেখানে দীর্ঘ সময় অতিবাহিত করার ফলে ট্রাকের ডেমারেজ গুনতে হয় প্রতি ট্রাকে ৫০ থেকে ৬০ হাজার রুপী। এতে ব্যবসায়ীদের লোকসানও গুনতে হয় কখনো কখনো। আবার রফতানি পণ্য নিয়ে সে দেশের বিএসএফ নানা ধরনের হয়রানি করে থাকে বাংলাদেশি ট্রাক চালকদের। ভারতের পেট্রাপোল বন্দরে ট্রাক গেলে সেখানে চালকদের সাথে অমানবিক ব্যবহার করা হয় বলে অভিযোগে উঠে আসে।

বেনাপোল কাস্টম কমিশনার মো: আজিজুর রহমান বলেন, বেনাপোল বন্দর দিয়ে এখন ৪ থেকে ৫ শত ট্রাক দেশে প্রবেশ করছে। জায়গা সংকটের জন্য আইন বহির্ভুত ভাবে বন্দর এলাকার বাইরেও রাখতে হয় পণ্য। শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল, র’মেটেরিয়াল সড়ক নির্মানের পাথরসহ অন্যান্য সামগ্রী এ পথে আমদানি হয়ে থাকে। কিন্তু বন্দরে জায়গার অভাবে আমরা সময় মত সকল পণ্য একসাথে গ্রহন করতে পারি না। ইতিমধ্যে বেনাপোল বন্দরে অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। তবে এখানে প্রয়োজন আগে বন্দর এর জায়গা সম্প্রসারণ করা। এর জন্য জমি অধিগ্রহন করা প্রয়োজন।

বেনাপোল কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সকল অভিযোগ খুব দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বাস দেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

এসময় উপস্থিত ছিলেন একই মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান, কাষ্টমস কমিশনার আজিজুর রহমান, বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল ও মামুন কবির তরফদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ, সিএন্ডএফ সভাপতি মফিজুর রহমান সজন, ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, সহ বিভিন্ন বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতা কর্মীরা।

এসি