এই পাওয়ার ব্যাংকে অনেক কিছুর সঙ্গে চলবে টিভিও!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১০ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
স্মার্টফোন, ল্যাপটপের ব্যাটারি জীবিত রাখতে বর্তমানে খুব গুরুত্বপূর্ণ একটি ডিভাইজ পাওয়ার ব্যাংক। তাই অনেকেই কর্মসূত্রে হোক কিংবা এমনি স্মার্ট ডিভাইজের সঙ্গে একটি পাওয়ার ব্যাংক রাখেন। কিন্তু চিনের এক ব্যক্তি এমন এক পাওয়ার ব্যাংক বানিয়েছেন যা একই সাথে অনেক ডিভাইসের সঙ্গে যুক্ত করা সম্ভব।
তার বানানো পাওয়ার ব্যাংকটি ২৭ মিলিয়ন অ্যাম্পিয়ার শক্তি সম্পন্ন! যা দেখে কার্যত হতবাক গোটা পৃথিবী। যা দেখে কার্যত হতবাক গোটা পৃথিবী।
এই চীনা ব্যক্তির নাম হ্যান্ডি গেং। তার নিজস্ব ওয়ার্কশপে এই প্রকান্ড শক্তিশালী পাওয়ার ব্যাংকটি বানিয়েছেন তিনি। তার দাবি, একবারে ৬০ টি ডিভাইজ চার্জ করতে পারবে এই নবনির্মিত পাওয়া ব্যাংক।
ছবি দেখে আঁচ করা যায়, এই পাওয়া ব্যাংক বানানোর জন্য একটি বিশাল ব্যাটারি প্যাক কিনেছেন তিনি। তার ওপরে একটি রুপোলি ধাতবের আবরণ দিয়ে ব্যাটারি প্যাকটিকে সুরক্ষিত রেখেছেন। পরবর্তী ধাপে ইনপুট এবং আউটপুট চার্জিং পোর্টগুলি সেট আপ করেছেন, ৬০ টি আউটপুট চার্জিং পোর্ট আর ১টি মাত্র ইনপুট চার্জিং পোর্ট ইনস্টল করেছেন এটিতে। যা বৈদ্যুতিক সম্ভাব্য ২২০ ভোল্টেজ উৎপন্ন করতে পারে।
তার দাবি, স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট নিয়ে একসঙ্গে ২০ টি ডিভাইজ চার্জে বসিয়ে দেওয়া যাবে। এমনকি টিভি, ওয়াশিং মেশিন বৈদ্যুতিক ইনডাকশন কুকারও চার্জ করা যাবে এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে। তিনি জানান, কোনোরকম বড় শর্ট সার্কিট ছাড়াই এই সমস্ত ডিভাইজ চার্জ করতে পারবে এই পাওয়ার ব্যাংকে।
তবে এই অতিকায় আকারের ফলে এটি সব জায়গায় বহন করা সম্ভব নয়। কিন্তু হঠাৎ যদি বিদ্যুৎ চলে যায় তাহলে এই পাওয়ার ব্যাংক তার বিশাল ক্ষমতা দিয়ে মানুষের অনেক দিন বাঁচাতে পারে।
সূত্র: এসডিটিভি
এমএম/