সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আইএস প্রধান নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪১ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান হামলায় ইসলামিক স্টেটের প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল কুরাইশি নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
ওই বিবৃতিতে বাইডেন ওই হামলা অভিযানে নিয়োজিত বাহিনীকে ধন্যবাদ জানান। অভিযান শেষে সবাই নিরাপদে দেশে ফিরেছেন বলেও নিশ্চিত করেন তিনি।
সিরিয়া থেকে প্রথম প্রতিক্রিয়ায় একজন জানান, বিরোধী নিয়ন্ত্রিত শহর আতমেহতে মার্কিন অভিযানে আরও ছয় শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন।
জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের দিকে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার উত্তর ইদলিব প্রদেশে অবস্থিত ওই এলাকায় বেশ কয়েকটি মার্কিন হেলিকপ্টার অবতরণ করে। স্থানীয় সূত্র জানায়, এসময় সেনারা কঠোর প্রতিরোধের সম্মুখীন হন। তাদের লক্ষ্য করে ছোঁড়া হয় গুলি। মার্কিন বাহিনী ফিরে যাওয়ার আগে সেখানে দুই ঘণ্টা গুলি বিনিময় হয়।
সূত্র: বিবিসি
এসবি/