আবর্জনায় ভরপুর রাজধানীর অধিকাংশ পার্ক (ভিডিও)
অখিল পোদ্দার
প্রকাশিত : ১১:৪৯ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার | আপডেট: ১১:৫২ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ময়লা আবর্জনায় ভরপুর রাজধানীর অধিকাংশ পার্ক। সংস্কারের নামে শুধুই চলেছে লুটপাট। হাঁটাচলার অনুপযোগী এসব পার্ক বহুদিন ধরেই জনবান্ধব নয়। দক্ষিণ সিটির ২৪ টি পার্কের মধ্যে ১৩ টির অবস্থা খুবই খারাপ। উত্তর সিটির ২২ পার্কের ৬ টি ব্যবহারের অনুপযোগী।
তিলোত্তমা ঢাকার বিস্তৃতি শুধু বেড়েই চলেছে।
ইঁট-পাথরের রাবিশ ভেঙে বিনোদনের জন্যে মুক্ত বাতাস পেতে যেতে হয় দূরের পার্কে। কিন্তু সেখানেও বাধ সাধে ময়লা আবর্জনার দুর্গন্ধময় পরিবেশ।
পার্কে হাঁটতে আসা একজন জানান, “বিভিন্ন মাদকের পাশাপাশি দুই নম্বরি সব কাজই হয় পার্কে।“
আরেকজন বলেন, “এখানে নিরাপত্তার জন্য টহল পুলিশ মোতায়েন করা উচিৎ।“
একজন আবার বলেন, “পার্কের বেশিরভাগ লাইট নষ্ট, যেকারণে নিরাপত্তাও নেই।“
ধানমন্ডি লেকের কথাই ধরি। অভিজাত এলাকার অক্সিজেন ব্যাংক। কিন্তু সেখানেও শান্তি নেই। অস্বস্তিকর এ পরিবেশে না যায় চলা, ভোগ করতে পারেন না পার্কের সুবিধা।
লেকের পাড়ের পথচারীরা জানান, মাদকাসক্তের আড্ডা এই লেকের পাড়। আর লেকের পানিও এতোটাই দূষিত যে কোনও কাজে আসেনা।
বেহাল অনেকগুলো পার্কের অন্যতম গুলিস্তানের শহীদ মতিউর পার্ক। পাশেই বঙ্গভবন। আশপাশে আরও অনেক গুরুত্বপূর্ণ অফিস। অথচ এ পার্কের পাশে ঘেঁষা দায়।
এই পার্কের আশেপাশের পথচারীরাও জানান, পুরো এলাকার মধ্যে একটা ডাস্টবিন নেই, তাই ময়লা ফেলা হচ্ছে রাস্তাতেই।
এই পার্কে হিজড়ার অত্যাচারেও অনেকে আসতে চাননা বলে জানান স্থানীয়রা।
দক্ষিণ সিটির ২৪ টি পার্কের মধ্যে ১৩ টির অবস্থা খুবই খারাপ। উত্তর সিটির ২২ পার্কের ৬ টি ব্যবহারের অনুপযোগী। আবার কোনো কোনো পার্কের পাশেই রয়েছে ময়লার গাদা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “দুর্গন্ধযুক্ত ময়লা একে তো দেখতে খারাপ লাগে, শুধু তাই নয়, স্বাস্থ্যের জন্যও ঝুঁকিকর।“
এসবি/