ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

কোভিড: ভারতে মোট মৃত্যু পাঁচ লাখ ছাড়াল

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৩:১১ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার | আপডেট: ০৩:৫৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

ভারতে ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও ১ লাখ ৪৯ হাজার ৩৯৪ জন। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে পাঁচ লাখের বেশি মানুষের।

শুক্রবার বিশ্বে তৃতীয় দেশ হিসেবে করোনা মহামারিতে পাঁচ লাখ মৃত্যুর মাইলফলক স্পর্শ করল দেশটি।

এ পর্যন্ত করোনায় ৯ দশমিক ১ লাখ প্রাণহানিতে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় প্রায় ৬ দশমিক ৩ লাখ মৃত্যু নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। মহামারিতে রাশিয়ায় ৩ দশমিক ৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে, দেশটি রয়েছে চতুর্থ স্থানে। এছাড়া প্রায় ৩ লাখ প্রাণহানি হয়েছে মেক্সিকোতে, দেশটির অবস্থান পঞ্চম।

ভারতে চার লাখ মৃত্যুর রেকর্ড হয়েছিল ২০২১ সালের ১ জুলাই। তখন থেকে প্রাণহানি ৫ লাখ ছাড়াতে সময় লেগেছে ২১৭ দিন। দেশটিতে প্রাণহানি এক লাখ বাড়তে এবারই সবচেয়ে বেশি সময় লেগেছে। 

সূত্র: এনডিটিভি

এসবি/