আকবর হত্যায় স্ত্রীর মামলা, ইউপি চেয়ারম্যানসহ ১৫ জন আসামি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৪৬ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার | আপডেট: ০৮:৪৮ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
নিহত আলী আকবর
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে চাঞ্চল্যকর আকবর আলী (৪৬) খুনের ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলামকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী।
শুক্রবার নিহত আকবর আলীর স্ত্রী হাসি খাতুন বাদী হয়ে বেলকুচি থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন চেয়ারম্যানের ভাই মোঃ পথিক, চেয়ারম্যানের ভাগনে স্বাধীন, রিগেন তালুকদার, মফিজ মোল্লা, হেলাল উদ্দিন, সুজন ও পাশ্ববর্তী রাজাপুর ইউনিয়নের মাইঝাইল মুন্সিবাড়ির লিটনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে আরও ৭ জনকে।
বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, মামলায় ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ে আরও ৭/৮ জনকে আসামি করা হয়েছে। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আলী আকবরকে খুন করা হয়েছে বলে বাদী এজাহারে উল্লেখ্ করেছেন।
হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি, তবে গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়েছেন ওসি।
ইট ও বালু ব্যবসায়ী ছিলেন নিহত আলী আকবর (৪৩)। সে একই ইউনিয়নের বড় সারটিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।
বুধবার সন্ধ্যার পর রান্ধুনীবাড়ি বাজারে দুর্বৃত্তরা আলী আকবরকে মাথায় গুলি করে চলে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এএইচ/