ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

নাটোরে সীমিত আকারে সরস্বতী পূজা উদযাপন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

নাটোরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। করোনা মহামারির কারণে সীমিত আকারে হলেও বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। 

শনিবার মাঘ মাসের শুক্লা পঞ্চমীর অমিয় লগ্নে বিভিন্ন মণ্ডপ ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে এই পুজা অনুষ্ঠিত হয়। 

তবে, দু’দিন ধরে অবিরাম বৃষ্টির কারণে উৎসব আনন্দে পড়েছে ভাটা। শীত, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, মেঘলা আবহাওয়ার কারণে পূজার প্রস্তুতি নিতেও বেগ পেতে হয়েছে। 

করোনা মহামারির কারণে এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরস্বতী পূজার আয়োজন করা হয়নি। শিক্ষার্থীরা এবার বাড়িতেই বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনায় এই ধর্মীয় উৎসব পালন করেন। তারা করোনা পরিস্থিতি দূর করাসহ বিদ্যার্জনের জন্য মায়ের কাছে প্রার্থনা জানান।

পূজা মণ্ডপগুলোতে সাজসজ্জা ও আলোকসজ্জা করা হয়েছে। পূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে নেওয়া হয়েছে ভক্তিমূলক গান, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতিসহ নানা আয়োজন।

নাটোর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পৌর মেয়র উমা চৌধুরী জলি জানান, করোনাজনিত কারণে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ও বিধি-নিষেধ মেনে এবার পূজার আয়োজন করা হয়েছে।

এএইচ/