নুহাশ হুমায়ূনের সিনেমায় শীলা আহমেদের মেয়ে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:১১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
এবার অভিনয়ে হুমায়ূন আহমেদের তৃতীয় প্রজন্ম। প্রথমবার পর্দায় দেখা যাবে নন্দিত কথাসাহিত্যিকের কন্যা শীলা আহমেদের মেয়ে অনোরাকে। স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’তে দেখা যাবে তাকে। সিনেমার পরিচালক হুমায়ূন আহমেদের ছেলে, অনোরার মামা নুহাশ হুমায়ূন।
অনোরার সঙ্গে অপর চরিত্রে আছেন ‘ন ডরাই’-খ্যাত তারকা সুনেরাহ বিনতে কামাল।
সিনেমা প্রসঙ্গে নুহাশ হুমায়ূন জানান, পৃথিবী ধ্বংসের শেষপ্রান্তে এসে দুই বোনের গল্প উঠে আসবে এতে। যার একজন সুনেরাহ।
তিনি গণমাধ্যমে বলেন, ‘‘২০১৯ সালে সিনেমাটির কাজ করি। এটা তৈরিই করা হয়েছিল বিশ্বের বিভিন্ন উৎসবে পাঠানোর জন্য। সে অনুযায়ী সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে এবার। আমার সঙ্গে আছে শীলা আপুর মেয়ে অনোরা।’’
জানা যায় সিনেমার গল্পটি ভৌতিক। দুই বোনের নাম অপু ও আইরা। গল্পে দেখা যাবে, একটি রক্তপিপাসু পোকার আক্রমণে পৃথিবী জনমানব শূন্য হয়ে যাচ্ছে। সর্বশেষ দুজন মানুষ বেঁচে আছে ঢাকায়। তারাই হলো অপু ও আইরা। একটা সময় তারা বুঝতে পারে সেই রক্তপিপাসু পোকার হাত থেকে বেঁচে থাকার হাতিয়ার হলো মশারি!
সিনেমাটি লিটল-বিগ প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত। যেখানে প্রযোজক হিসেবে আছেন বুশরা আফরিন ও নুহাশ হুমায়ূন।
এমএম/