ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

নোয়াখালীর সুবর্ণচরে প্রার্থীর গাড়িতে হামলা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার | আপডেট: ০৬:৫০ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণাকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে চরহাসান ভুইয়ারহাটে স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী) আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা ও গাড়ী বহরে হামলার ঘটনা ঘটেছে। 

এসময় উভয় পক্ষের অন্তত ১২জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে অন্তত ২০টি মোটরসাইকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে পুলিশ। এ ঘটনায় ৮জনকে আটক করা হয়েছে। 

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চেউয়াখালি বাজারে সংবাদ সম্মেলন শেষ করে গাড়ী ও মোটরসাইকেল বহর নিয়ে চরহাসান ভুইয়ারহাটের দিকে যাচ্ছিলেন আনারস প্রতীকের প্রার্থী ও সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওমর ফারুক। তাদের বহরটি চরহাসান ভুইয়ারহাট বাজারে প্রবেশ করার সময় আগ থেকে ওইস্থানে থাকা নৌকা প্রতীকের প্রার্থী তরিকুল ইসলামের সমর্থকরা স্লোগান দিয়ে দেশিয় অস্ত্র নিয়ে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা চালায়। 

এসময় গাড়ি বহরে থাকা অন্তত ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১২জন আহত হয়। ঘটনাস্থলে উপস্থিত উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নির্দেশে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তিনি আরও বলেন, চরহাসান ভুইয়ারহাট বাজারে সভা-সমাবেশ করার অনুমতি প্রশাসন থেকে কাউকে দেওয়া হয়নি।

এরআগে বেলা ১১টার দিকে চেউয়াখালি বাজারে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী এড. ওমর ফারুক। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারণা চলাকালে গত কয়েকদিন ধরে তার প্রতিপক্ষ নৌকা প্রার্থীর লোকজন তার দু’টি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে। বিভিন্ন স্থানে তার সমর্থকদের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে। হাসপাতালে ভর্তি আছেন কয়েকজন।

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ প্রার্থী তরিক উল্যাহ জানান, পাবলিক সেন্টিমেন্ট ভিন্ন দিকে নেয়ার জন্য পরিকল্পিতভাবে ওমর ফারুকের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে চরজব্বর থানার ওসি জিয়াউল হক জানান, এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করবে বলে জানায়।

এসি