ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

লতা মঙ্গেশকরের অবস্থা আরও সঙ্কটজনক, মুম্বাইয়ে পৌঁছলেন আশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার | আপডেট: ১০:১৬ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির হঠাৎ অবনতি হওয়ায় শনিবার রাতে মুম্বাইয়ের হাসপাতালে পৌঁছলেন বোন আশা ভোঁসলে। হাসপাতালে ঢোকার মুখে আশা বলেন, ‘‘দিদির শারীরিক অবস্থার যাতে উন্নতি হয়, তার জন্য আপনারা প্রার্থনা করুন।’’

আশা ছাড়াও হাসপাতালে পৌঁছলেন পরিচালক মধুর ভান্ডারকর, সু্প্রিয়া সুলে এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের স্ত্রী রেশমি ঠাকরে। শোনা গিয়েছিল, রাজ ঠাকরেও এক বার দেখা করে গিয়েছেন গায়িকার সঙ্গে।

কিংবদন্তি গায়িকাকে নিয়ে দেওয়া হয়েছে ভেন্টিলেশনে। কিছু দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। গত মাসের ১১ তারিখ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় লতাকে। নিউমোনিয়া ধরা পড়ে ৯২ বছরের গায়িকার। 

শনিবার মুম্বইয়ের ওই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয়েছে’। সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতিতে ওই হাসপাতালের চিকিৎসক প্রতীত সমদানি বলেন, ‘‘গায়িকার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউ-তেই রয়েছেন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।’’

শুক্রবার বিকেলে হাসপাতালের পক্ষ থেকে দেওয়া আরও একটি বিবৃতিতে জানানো হয়, ‘প্রবীণ গায়িকা বেশ কিছু থেরাপির মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাকে নিরন্তর পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।’’

কিছু দিন আগে নবতিপর গায়িকার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসা হয়েছিল তার। তার পর থেকে একেবারে বাড়িতেই থাকতেন তিনি। বাড়িতে প্রায়শই তাকে অক্সিজেন ব্যবহার করতে হয়। বেশ কিছু দিন আগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় লতার শারীরিক পরিস্থিতি নিয়ে গুজব ছড়ায়। গায়িকার মুখপাত্র ও পরিবারের তরফে অনুরোধ করা হয় কোনও ভুয়ো খবর যেন ছড়ানো না হয়। কোনও পরিবারের ব্যক্তিগত পরিসরে প্রবেশ না করার অনুরোধও জানানো হয় ওই বিবৃতিতে। 

গায়িকার জনসংযোগ দলের পক্ষ থেকে একটি বিবৃতিতে লেখা হয়, ‘অনুরোধ, হাওয়ায় ভেসে আসা ভুয়ো খবরকে গুরুত্ব দেবেন না। লতাদিদি এখনও আইসিইউ-তে আছেন। বিশিষ্ট চিকিৎসক এবং তার দলের পর্যবেক্ষণে আছেন তিনি। চিকিৎসক এবং পরিবারকে নিজেদের ব্যক্তিগত পরিসরে শান্তিতে থাকতে দিন।’ সূত্র: আনন্দবাজার

এসি