ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

আগামী বাজেটে স্বর্ণ আমদানি সহজ হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

চোরাচালান প্রতিরোধে দেশে স্বর্ণ আমদানি সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। আগামী বাজেটে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এনবিআরের সম্মেলন কক্ষে ১৩তম ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) লটারির ড্র অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

বৈধভাবে স্বর্ণ আমদানি করতে সরকার অনুমতি দিলেও চোরাচালান কমেনি জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, “বৈধভাবে দেশে স্বর্ণ আমদানি উৎসাহিত করতে একটি নীতিমালা করেছে সরকার। আমরা মনে করেছি স্বর্ণের বাজারে শৃঙ্খলা ফিরবে, সেই সঙ্গে কমবে চোরাচালান। কিন্তু তা হয়নি। দেখা গেছে, স্বর্ণ চোরাচালান না কমে উল্টো বেড়েছে। স্বর্ণ চোরাচালান বন্ধ করা খুবই কঠিন।”

আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, “অবৈধ লেনদেনের মাধ্যমেও স্বর্ণ ব্যবহার করা হয়। শুধু যে রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য স্বর্ণ চোরাচালান করা হয় তা নয়, সারা বিশ্বেই কম বেশি স্বর্ণ চোরাচালানের ঘটনা ঘটে। নানাভাবে স্বর্ণ চোরাচালান হয়। সম্পূর্ণভাবে স্বর্ণ চোরাচালান বন্ধ করা যাবে কি না জানি না।”

স্বর্ণ চোরাচালান বন্ধে নতুন পরিকল্পনার কথাও বলেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, “আমরা চেষ্টা করছি চোরাচালান কীভাবে প্রতিরোধ করা যায়। স্বর্ণ আমদানি সহজ করতে আগামী বাজেটে ব্যবস্থা নেওয়া হবে।”

ভ্যাটযন্ত্র ইএফডি নিয়ে অসন্তোষের কথা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, “ভ্যাটযন্ত্র ইএফডি নিয়ে অসন্তোষ আছে। ভ্যাটের মূল্য অন্তর্ভুক্ত করে পণ্যের দাম নির্ধারণ করতে হবে। পৃথকভাবে ভ্যাট আদায়ের কথা বলা হলে গ্রাহক নিরুৎসাহিত হয়।”

অএনবিআর সূত্রে জানায়, ২০২০ সালের ২৫ আগস্ট রাজধানী ঢাকা ও চট্টগ্রামের ইএফডি যন্ত্র বসানোর মধ্য দিয়ে এর যাত্রা শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড। ২০২১ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের পাঁচটি কমিশনারেটে মোট তিন হাজার ৫৯১টি ইএফডি যন্ত্র বসানো হয়েছে।

অনুষ্ঠানে ইএফডির মাধ্যমে ভ্যাট সংগ্রহে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় ভেনাস জুয়েলার্স লিমিটেডকে ‘দায়িত্বশীল ভ্যাট সংগ্রহকারী হিসেবে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির কর্ণধার গঙ্গা চরণ মালাকার।

আরকে//