ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

বৈচিত্র্যে ভরপুর তিনশ’ বছরের পুরনো জমিদার বাড়ি (ভিডিও)

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৯ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার | আপডেট: ১২:০০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

মৌলভীবাজারের অন্তেহরি গ্রামের সাড়ে তিনশ’ বছর বয়সী পুরনো মনিরাম ও অভয়চরণ দাশ তরফদারের জমিদার বাড়ি। কালের বিবর্তনে বাড়িটির অনেক কিছু নষ্ট হয়ে গেলেও এখনও টিকে আছে কাঠের ঘর, কাচারী বাড়ি, দৃষ্টিনন্দন মন্দির আর বেশ কয়েকটি পুকুরঘাট। তবে যথাযথ সংস্কার ও সংরক্ষণের অভাবে আজ সেসবও বিলীন হওয়ার পথে।

রাজনগর উপজেলার কাউয়াদিঘি হাওরের পশ্চিমপাড়ে ছবির মতো এক গ্রাম অন্তেহরি। গ্রামটিকে অনেকে জলের গ্রাম নামেও ডাকে। বৈচিত্র্যে ভরপুর গ্রামটিতে রয়েছে এই প্রাচীন জমিদার বাড়ি।

প্রায় সাড়ে ৩শ’ বছর আগের কথা। জমিদার মনিরাম দাশ তরফদার শ্রীমঙ্গলের সাতগাঁও থেকে কাউয়াদিঘি হাওরের পশ্চিমপাড়ে কাদিপুর গ্রামে প্রথমে বসতি স্থাপন করেন। হাওরের ঢেউ থেকে বাড়িটি রক্ষা করতে না পেরে গ্রামের পশ্চিম প্রান্তে মুজেফরপুরে এই বাড়িটি তৈরি করেন।

পর্যটকরা জানান, ‘অন্তেহরির এই জমিদার বাড়ি দেখে অনেক ভালো লেগেছে। আসবাবপত্রগুলো কিছুটা নষ্ট হলেও এখনও ঐতিহ্য ধরে রেখেছে।’

কালের আবর্তে কিছু স্থাপনা নষ্ট হয়ে গেলেও এখনও জমিদার বাড়ির মন্দির, কাচারী ঘর দর্শনার্থীদের দৃষ্টি কাঁড়ে। যেখানে সংরক্ষিত আছে বেশ কয়েকজন জমিদার ও রাজার ছবি। আছে প্রাচীন পুকুরঘাট। 

স্থানীয়রা জানান, ‘এখানের রাস্তাঘাট খুবই বাজে। গত তিন-চার বছরে বন্যার কারণে এখানের রাস্তাঘাট ভাঙ্গাচুরা হয়েগেছে।’

জমিদারের সবশেষ বংশধরকে এই গ্রামের মানুষ খোকাবাবু বলে ডাকতেন। বাড়িটি তাই খোকাবাবুর বাড়ি বলেও পরিচিত। পরম্পরায় এখন বসবাস করছেন খোকাবাবুর বোনের ছেলে অরুণ চৌধুরী।

জমিদারবাড়ীর উত্তসূরি অরুণ রায় চৌধুরী বলেন, ‘মন্দির, সামনের চাকাঘাট, পুকুর এবং বসতি বাড়ি এখনও পর্যটকরা দেখতে আসেন।’

প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে প্রাচীন এই স্থাপনা সংরক্ষণে উদ্যোগ নেয়ার দাবি এলাকাবাসীর।

এএইচ/