ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

খাগড়াছ‌ড়িতে বৌদ্ধ ভিক্ষুককে হত্যার প্রতিবাদে মানববন্ধন

বান্দরবান প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১২:১৪ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার | আপডেট: ১২:১৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

খাগড়াছ‌ড়ির গুগড়াছ‌ড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা ও অধ‌্যক্ষ ভদন্ত বিশুদ্ধা মহাথেরকে কু‌পি‌য়ে নৃশংসভাবে হত‌্যা ও চট্টগ্রামের বায়েজিদ থানায় জুম্ম জা‌দিগাং বৌদ্ধ বিহারের অধ‌্যক্ষ ভদন্ত জ্ঞানেজ্যোতি ভিক্ষু‌কের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে থান‌চি বৌদ্ধ ভিক্ষু কল‌্যাণ স‌মি‌তি।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বান্দরবান প্রেস ক্লা‌বের সাম‌নে পার্বত‌্য ভিক্ষু প‌রিষ‌দের সভাপ‌তি ভদন্ত পঞানন্দ মহাথেরের নেতৃ‌ত্বে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

এসময় বক্তারা ব‌লেন, খাগড়াছড়িতে বিশুদ্ধা মহাথেরকে হত্যার পূ‌র্বে বি‌ভিন্ন জেলায় আ‌রও অনেকে বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করা হয়ে‌ছে। এসব হত্যাকাণ্ডের শাস্তি না হওয়ায় খুনিরা আগ্রাসী হয়ে উঠছে।

তারা বলেন, বৌদ্ধ ভিক্ষুদের হত্যার ঘটনা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে। উগ্র-সাম্প্রদায়িকতাকে উসকে দিয়ে ধর্মীয়ভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে প্রতিনিয়ত হুমকিতে ফেলছে। খুনি যতই প্রভাবশালী হোক তা‌দের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দা‌বি জানান তারা।

প‌রে তারা প্রধানমন্ত্রী বরাব‌রে স্মারকলি‌পি প্রদান ক‌রেন।

মানববন্ধনে বান্দরবান জেলা পার্বত্য ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক ভদন্ত তেজপ্রিয়, দি ওয়ার্ল্ড বুদ্ধ সাসনা সেবক সংঘের মহাথের ভদন্ত গুন বন্দনা, পার্বত্য ভিক্ষু পরিষদ রুমা উপজেলা শাখার মহাথের ভদন্ত নাইন্দিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্বত্য ভিক্ষু কল্যাণ সমিতির সদস্য কোদ পঞঞা দীপা, মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি অংসিউ মারমাসহ ১০টি বৌদ্ধ ধর্মীয় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি গভীর রা‌তে খাগড়াছড়ি সদরের গুগড়াছড়ি এলাকার ধর্মসুখ বিহারের অধ্যক্ষ বিশুদ্ধা মহাথেরো (৫২) ভান্তেকে কু‌পি‌য়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় হত্যাকারীরা ভান্তের দুটি মুঠোফোনসহ বিহারের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এএইচ/