লতা মঙ্গেশকারের মৃত্যুতে জাককানইবি উপাচার্যের শোক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
উপমহাদেশের কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী লতা মঙ্গেশকর রোববার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
শোক বার্তায় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ‘উপমহাদেশ তথা সারাবিশ্বের লাখো কোটি মানুষকে সুরেলা কণ্ঠের যাদুতে কয়েকদশক ধরে বিমোহিত করে রেখেছিলেন লতা মঙ্গেশকার। তাঁর মৃত্যুতে উপমহাদেশের সঙ্গীতাঙ্গন একগুণী শিল্পীকে হারালো। তিনি শুধু কণ্ঠের রাণীই ছিলেন না, ছিলেন সংস্কৃতিকে সার্বিকভাবে ধারণ ও লালন করে উদার জীবনবোধের প্রতীক।’
আরও বলেন, ‘বাংলাদেশের মুক্তি সংগ্রামে তিনি সঙ্গীতের মাধ্যমে যে সমর্থন দিয়েছিলেন তা ইতিহাস হয়ে রয়েছে। তাঁর শূন্যতা কখনো পূরণ হবার নয়। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’
কিংবদন্তী শিল্পীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে বিশ্বজুড়ে, এমনকি বাংলাদেশের বিভিন্ন মহলেও। বিনোদনজগৎ তো বটেই, লতার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন নানা জগতের মানুষ।
এএইচ/