তার সরানো নিয়ে চলছে ইঁদুর-বেড়াল খেলা (ভিডিও)
সাইদুল ইসলাম
প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার | আপডেট: ১১:৪২ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
ঢাকার দুই সিটি করপোরেশন ইন্টারনেট ও কেবল টিভির তার মাটির নিচ দিয়ে নেয়ার নির্দেশনা দিলেও মানছে না কেউ। বার বার সময় বেধে দিতে একরকম হয়রান হয়ে পড়েছে দুই সিটি। মাঝে মাঝে অভিযান চালিয়ে তার কেটে দিলেও কয়েক ঘণ্টার মধ্যেই আবার যা, তাই। তবে এবার তারের জট সরাতে উদ্যোগী হয়েছে উত্তর সিটি কর্পোরেশন।
ঢাকার আকাশে এলোমেলো তারের জট। নগরের সৌন্দর্য ফেরাতে দুই সিটি করপোরেশন জট লাগা তার সরিয়ে মাটির নিচ দিয়ে নিতে বিটিআরসি, বিদ্যুৎ বিভাগ, ইন্টারনেট ও ক্যাবল টিভি সংযোগদানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিলেও ফল মেলেনি।
বিদ্যুতের খুঁটির সাথে জট পাকিয়ে আছে তারের গোছা। এরকম চিত্র রাজধানীর সব সড়কেই।
উত্তরা সাজানো গোছানো আবাসিক এলাকা। একেক রকম তারের জটে সৌন্দর্যহানি। ঢাকার প্রায় সবখানেই এরকম হ য ব র ল অবস্থা।
সাধারণ মানুষরা বলেন, ‘তারগুলো এভাবে থাকলে দেখতেও অসুন্দর এবং রিস্কের ব্যাপারও রয়েছে। আগুন লাগলে এগুলো দিয়ে ছড়িয়ে পড়তে পারে দ্রুত। আমরা চাই, এটা মাটির নীচ দিয়ে নেয়ার যে প্ল্যান, সেটা যেন অনতিবিলম্বে বাস্তবায়িত হয়।’
রাজধানীর সৌন্দর্য বাড়াতে বার বার তার সরিয়ে নেয়ার আল্টিমেটাম দিয়েও ব্যর্থ দুই সিটি করপোরেশন। মাঝে মাঝে অভিযান চালিয়ে তার কেটে দিলেও কয়েক ঘন্টার মধ্যেই আবার ফেরে আগের অবস্থানে। এ যেনো ইঁদুর-বেড়াল খেলা।
তবে নড়ে চড়ে বসেছে উত্তর সিটি কর্পোরেশন। আগামী কয়েক মাসের মধ্যে সব তার মাটির নিচ দিয়ে নিতে কাজ শুরু করেছে তারা। গুলশান বানানীর কিছু সড়কে কাজও শুরু হয়েছে।
ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘এবারের জুনের মধ্যে তারগুলো অপসারণ করা হবে। ইতিমধ্যে শ্যাবলী রিংরোড, গুলশানের অনেকগুলো রোড এবং উত্তরায় দুটি সেক্টর- এরকম অনেক জায়গা তারমুক্ত করেছি। তারা নিজেরাই তার নামাচ্ছে।’
পর্যায়ক্রমে উত্তর সিটি এলাকার সব তার মাটির নিচে চলে যাবে বলে আশ্বস্ত করেছেন উত্তর সিটির এ কর্মকর্তা।
সেলিম রেজা বলেন, ‘তারাও সবাই একমত। তারগুলোকে তারাও আন্ডার গ্রাউন্ডে নিয়ে যেতে চান। আগামী কিছুদিনের মধ্যে এটা হয়ে যাবে।
এএইচ/