ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে ডোপ টেস্ট বাধ্যতামূলক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
পেশাদার চালকদের ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে ডোপ টেস্টে বাধ্যতামূলক করেছে বিআরটিএ।
রোববার রাজধানীর উত্তরা বিআরটিএ ও এর আশপাশের এলাকায় সচেতনতামূলক কর্মকাণ্ড চালায় প্রতিষ্ঠানের উপ-পরিচালক শহিদুল আজম।
এসময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা চালকদের ডোপ টেস্টে উদ্ভুদ্ধ করতে চালকদের সাথে মত-বিনিময় করেন।
তারা জানান, মাদকাসক্ত চালকদের কাউকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন করতে দেয়া হবে না। সড়ক দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
ঢাকা মেডিকেল, মানসিক হাসপাতাল কুর্মিটোলাসহ রাজধানীর ৬টি ও দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে ডোপ টেস্ট করা যাবে।
এএইচ/