জায়েদ মামলা করুক, লড়তে প্রস্তুত আছি: নিপুণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০৬ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
আলোচিত বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে ‘সাধারণ সম্পাদক’ পদে জয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে জয়ী ঘোষণা করেছে আপিল বোর্ড। রবিবার সাধারণ সম্পাদক পদে নতুন কমিটির সঙ্গে শপথ নেবেন নিপুন। তার আগে নানা নাটকীয়তার পর সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়ার অনুভূতি নিয়ে কথা বলেন এই চিত্রনায়িকা।
এর আগে আপিল বোর্ডকে অবৈধ বলেছিলেন জায়েদ খান। জায়েদ খানের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় নিপুণ বলেন, ‘‘জায়েদ খান কেন আপিল বোর্ডকে অবৈধ বলেছেন সেটা আমি বলতে পারবো না। সেটা তার ব্যাপার। আর মামলা করতে চাইলে করুক। মামলা করার অধিকার দেশের প্রতিটা নাগরিকের আছে। সে মামলা করলে আমরা লড়ার জন্য প্রস্তুত আছি।’’
জয়ী হয়ে কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে নিপুণ বলেন, ‘‘প্রতিটি জয়ই ভালো লাগার। আর সংগ্রাম করে জয়ী হওয়ার মধ্যে অন্যরকম আনন্দ আছে। এবারের শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুন পরিষদ নেতৃত্বে আসুক সেটা পুরো দেশবাসীই চেয়ছেন। তাদের দোয়া ও প্রত্যাশা পূরণ হয়েছে। শিল্পী ও সত্যের জয় হয়েছে। শিল্পীদের প্রতি অনেক কৃতজ্ঞতা। তারা আমার পাশে আছেন, থাকবেন।
নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে পরাজিত হলেও আাপিল বোর্ডের রায়ে আপনার জয় হওয়াকে সত্যের জয় বলার কারণ কী জানতে চাইলে নিপুণ বলেন, ‘‘সত্যের জয় বলেছি বেশ কয়েকটি কারণে। যে অভিযোগের কারণে তার (জায়েদ খান) প্রার্থিতা বাতিল হয়েছে, সেই অভিযোগ সংক্রান্ত অনেক ফুটেজ আছে। আপিল বোর্ড সেগুলো যাচাই-বাছাই করার পর অপরাধের প্রমাণ পেয়েছে বলেই তার প্রার্থিতা বাতিল করেছে।’’
এমএম/