ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সুরের আকাশে নক্ষত্র পতন, টুইটারে স্মরণ কিংবদন্তিকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার | আপডেট: ০৬:৫৩ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

থেমে গেলেন কোকিলকণ্ঠী। গানের পাখির কণ্ঠে শোনা যাবে না আর নতুন সুর, সুরের দ্যোতনায় মুগ্ধ হবে না চারপাশ। আজ সকাল ৮টা ১২ মিনিটে মধ্য মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর।

লতার মৃত্যুতে ভারতীয় সংস্কৃতিজগতের একাধিক যুগের অবসান ঘটল। ভারতীয় লঘুসঙ্গীতের জগতে বোধ হয় ভেঙে পড়ল গোটা গানের ঘরটিই।

৯২ বছর বয়সে না-ফেরার দেশে চলে গেলেন 'ভারতের কোকিলকন্ঠী'। লতা মঙ্গেশকরের প্রয়াণে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে তার শেষকৃত্য। লতার প্রয়াণে সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকারও।

লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকাহত গোটা দেশ। শোকে বিহ্বল তারকারা। কিংবদন্তিকে নিয়ে কিছু ব্যক্তিগত স্মৃতি টুইটারে শেয়ার করেছেন এ আর রহমান। 

সংগীত পরিচালনাকেই সবসময় বেশি গুরুত্ব দিতেন রহমান। কিন্তু একদিন লতা মঙ্গেশকরই তাকে পরামর্শ দেন, গান গাওয়ার। ওই দিনের পর থেকেই বদলে যায় তার জীবন, লিখেছেন রহমান।

নতুন প্রজন্মের গায়িকাদের মধ্য়ে লতা মঙ্গেশকরের সবচেয়ে পছন্দের ছিলেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে শোকাহত বিধ্বস্ত শ্রেয়া। টুইটে শ্রেয়া লেখেন, 'সরস্বতী ঠাকুর যেতে যেতে মর্ত্যের সরস্বতীকে সঙ্গে নিয়ে গেলেন'।

Feeling numb. Devastated. Yesterday was Saraswati Puja & today Ma took her blessed one with her. Somehow it feels that even the birds, trees & wind are silent today.
Swar Kokila Bharat Ratna #LataMangeshkar ji your divine voice will echo till eternity. Rest in peace. Om Shanti. pic.twitter.com/UvUDTPu1eq

— Shreya Ghoshal (@shreyaghoshal) February 6, 2022

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সকালে টুইট করেছেন, “লতা মঙ্গেশকর জির মৃত্যুর দুঃখজনক সংবাদ পেয়েছি, দশকের পর দশক ধরে দেশের সবচেয়ে প্রিয় কণ্ঠস্বর ছিলেন। তার কণ্ঠ অমর এবং সবসময় তার ভক্তদের কানে বাজবে।”

Received the sad news of Lata Mangeshkar ji’s demise. She remained the most beloved voice of India for many decades. 
Her golden voice is immortal and will continue to echo in the hearts of her fans.

My condolences to her family, friends and fans. pic.twitter.com/Oi6Wb2134M

— Rahul Gandhi (@RahulGandhi) February 6, 2022

ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় তিনি লেখেন, “তার চলে যাওয়া এমন এক শূন্যতা তৈরি করল, যা কখনওই পূরণ হওয়ার নয়। ভারতীয় সংস্কৃতির একজন কিংবদন্তি হিসেবেই লতা মঙ্গেশকরকে মনে রাখবে আগামী প্রজন্ম, যার সুরেলা কণ্ঠ প্রজন্মের পর প্রজন্মকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে।”

I am anguished beyond words. The kind and caring Lata Didi has left us. She leaves a void in our nation that cannot be filled. The coming generations will remember her as a stalwart of Indian culture, whose melodious voice had an unparalleled ability to mesmerise people. pic.twitter.com/MTQ6TK1mSO

— Narendra Modi (@narendramodi) February 6, 2022

Lata Didi’s songs brought out a variety of emotions. She closely witnessed the transitions of the Indian film world for decades. Beyond films, she was always passionate about India’s growth. She always wanted to see a strong and developed India. pic.twitter.com/N0chZbBcX6

— Narendra Modi (@narendramodi) February 6, 2022

ভারতীয় ফুটবলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টও শোকে কাতর, “লতা মঙ্গেশকরের বিদায়ে আমরা মর্মাহত, ভারতের গানের পাখি। তার আত্মা চিরশান্তি পাক।”

Met Lata Mangeshkar twice in my life. Always touched her feet. No other gesture seemed right. 🙏🏼🙏🏼

— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) February 6, 2022

ভারতের নারী দলের তারকা ক্রিকেটার মিতালি রাজ লিখেছেন, “ভারতের গানের পাখি লতা মঙ্গেশকরজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতের অনেক বড় ক্ষতি হয়ে গেল। তার কণ্ঠস্বর আমাদের সবার মধ্যে চিরঞ্জীব হয়ে রইবে।”

There will never be another Lata Didi. End of an era as a Nightingale and jewel of India, Bharat Ratna #LataMangeshkar ji leaves her mortal body, but she will live on in the hearts of generations to come through her soul stirring music. May her soul attain Sadgati. Om Shanti 🙏🏼 pic.twitter.com/uEvoU14w9A

— Venkatesh Prasad (@venkateshprasad) February 6, 2022

বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে লিখেছেন, “গভীর মর্মবেদনা ও যন্ত্রণার মধ্যে আছি। ইতিহাসের অন্যতম সেরা ভারতীয় আজ আমাদের ছেড়ে চলে গেলেন। সব গান আর স্মৃতির জন্য ধন্যবাদ। ধন্যবাদ সে সবকিছুর জন্য, যার কারণে আমরা ভারতীয় হিসেবে গর্বিত হয়েছি বারবার।” 

Pained to receive news of Bharat Ratna #LataMangeshkar didi's demise. Her voice and melodies will remain immortal. Condolences to her family, friends and millions of fans all over the world.
ॐ शांति pic.twitter.com/SwSkZmuwqO

— VVS Laxman (@VVSLaxman281) February 6, 2022

সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ লিখেছেন, “ভারতের গানের পাখি, যার গান আমাদের মধ্যে ধ্বনিত হয়েছে, কোটি কোটি মানুষকে আনন্দ দিয়েছে, তিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। তার পরিবার ও ভক্তদের সহমর্মিতা জানাই।”

“𝘚𝘩𝘢𝘢𝘺𝘢𝘥 𝘱𝘩𝘪𝘳 𝘪𝘴𝘴 𝘫𝘢𝘯𝘢𝘮 𝘮𝘦𝘪𝘯 𝘮𝘶𝘭𝘢𝘢𝘲𝘢𝘢𝘵 𝘩𝘰 𝘯𝘢 𝘩𝘰...”

The legend will stay with us through her legacy 💐🙏#LataMangeshkar pic.twitter.com/T1AHNjSBHT

— KolkataKnightRiders (@KKRiders) February 6, 2022
The Nightingale of India, Lata Mangeshkar has breathed her last but her legend will always be eternal.

May her soul rest in peace. 🙏 pic.twitter.com/IijACBFX5V

— Mumbai Indians (@mipaltan) February 6, 2022

জেসি/এসি