গ্রানাদার বিপক্ষে কষ্টের জয় রিয়ালের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪৫ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
কোপা দেল রের ব্যর্থতা ভুলে লা লিগায় জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। দলটি জিতলেও তাদের ঘাম ঝরিয়ে ছেড়েছে গ্রানাদা। খেলার শেষ মুহূর্তে আসেনসিওর গোলে শেষ হাসি হেসেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
রোববার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে গ্রানাদাকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। এই জয়ে সেভিয়ার চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল তারা।
নিজেদের মাঠে প্রথম ২০ মিনিট ৭৫ শতাংশ বল দখলে রাখলেও আক্রমণে তেমন কিছু করতে পারছিল রিয়াল। এই সময়ে গোলের উদ্দেশ্যে কোনো শটই নিতে পারেনি দলটি। করিম বেনজেমা ও ভিনিসিউস জুনিয়রের অনুপস্থিতি ভোগাচ্ছিল দলটিকে।
৪৩তম মিনিটে দারুণ একটি সুযোগ পায় রিয়াল। তবে আসেনসিওর বুলেট গতির শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গ্রানাদার গোলরক্ষক লুইস মাক্সিমিয়ানো। কয়েক সেকেন্ড পরে জোরাল ভলি মারেন ইসকো, তবে বল চলে যায় গোলরক্ষক বরাবর। প্রথমার্ধে দলটির এই দুটি শটই লক্ষ্যে ছিল। তবে গোল ছাড়াই বিরতিতে যায় রিয়াল।
বিরতির পরও চাপ ধরে রাখে রিয়াল। ৬১তম মিনিটে আসেনসিওর আরেকটি শট ঠেকিয়ে দেন মাক্সিমিয়ানো। ৬৫তম মিনিটে রদ্রিগোকে তুলে বেলজিয়ান ফরোয়ার্ডকে ও ইসকোর জায়গায় ইয়োভিচকে নামান কোচ।
অবশেষে ৭৪তম মিনিটে প্রতিক্ষার অবসান ঘটে রিয়ালের। মিলিতাও প্রতিপক্ষের একজনের থেকে বল কেড়ে বাড়ান আসেনসিওকে। জায়গা বানিয়ে প্রায় ২০ গজ দূর থেকে জোরাল শটে দলকে এগিয়ে নেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কোন দলই। ফলে কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা।
এই জয়ে ২৩ ম্যাচ থেকে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সেভিয়ার পয়েন্ট ৪৭। তিন নম্বরে রিয়াল বেতিসের পয়েন্ট ৪০। ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে বার্সেলোনা।
এএইচ/