ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে উত্তর কোরিয়া

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০২:২০ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ও মিসাইল বানানোর কাজকর্ম চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞ কমিটি।

হাইপারসনিক মিসাইল পরীক্ষার পর সেনা কর্তাদের সঙ্গে আলোচনা করছেন কিম জং উন।

জাতিসংঘের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে পরমাণু অস্ত্র ও মিসাইল বানানোর কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

তারা নিউক্লয়ার মিসাইল মেটিরিয়াল তৈরি করতে পারছে। জাতিসংঘের বিশেষজ্ঞদের নতুন রিপোর্ট বলছে, উত্তর কোরিয়া তাদের পরীক্ষার কাজ সম্প্রতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

বিশেষজ্ঞদের প্যানেল বলেছে, কোনো পরমাণু বোমার পরীক্ষা বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম পরীক্ষার রিপোর্ট নেই।

কিন্তু তারা এই লক্ষ্যপূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। নতুন প্রযুক্তি ব্যবহার করে তারা হাইপারসনিক গাইডিং যুদ্ধাস্ত্রের পরীক্ষা করেছে। তাদের ক্ষেপণাস্ত্রের প্রচুর উন্নতি হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, উত্তর কোরিয়া ছোট ও মাঝারি দূরত্বের ক্ষেপণাস্ত্র বানাতে পেরেছে। তাদের সেই পরীক্ষা সফল হয়েছে।

উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষার উপর জাতিসংঘ অনেকদিন আগেই নিষেধাজ্ঞা জারি করেছে। ২০০৬ থেকে এই নিষেধাজ্ঞা জারি আছে। তা সত্ত্বেও জানুয়ারি মাসে উত্তর কোরিয়া নয়টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে।

সূত্র: ডয়েচে ভেলে 

এসবি/