টিকা ক্রয়ে ২০ হাজার কোটি টাকা খরচ: স্বাস্থ্যমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৫১ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
করোনার টিকা ক্রয়ে ২০ হাজার কোটি টাকারও বেশি খরচ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। টিকাদানে এক বছর পূর্তি উপলক্ষে একথা জানান তিনি।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত ১০ কোটি মানুষ টিকা পেয়েছে। বুস্টার ডোজ দেয়া হয়েছে ২৬ লাখ মানুষকে।
মাদ্রাসা শিক্ষার্থী ও ভাসমানদের টিকা কার্যক্রমের আওতায় আনা হচ্ছে জানিয়ে যারা এখনো টিকা নেননি তাদের প্রতি টিকা নেয়ার আহবান জানান তিনি।
জাহিদ মালিক বলেন, দেশে ১০ কোটি টিকা মজুদ রয়েছে, আরও ১০ কোটি আসবে।
ওমিক্রন দ্রুত সংক্রমণ ছড়ালেও দেশে আক্রান্তের মাত্রা কম, কারণ এটি টিকার সুফল বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।
এএইচ