কোভিড: পাঁচ মাসে সর্বোচ্চ মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৫:০৯ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
দেশে করোনাভাইরাসের ওমিক্রন ধরনের সংক্রমণের মধ্যে একদিনে আরও ৪৩ জনের মৃত্যু হল, যা গেল পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। সব শেষ এক দিনে এর চেয়ে বেশি মৃত্যু হয়েছিল গতবছরের ১৫ সেপ্টেম্বর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৪১ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে আট হাজার ৩৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৬৭০ জনের মৃত্যু হয়েছে।
সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ১০ হাজার ৮০০ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন সুস্থ হয়ে উঠলেন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। ২০২০ সালের ৮ মার্চ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৬৭ শতাংশ।
২০২০ সালের ১৮ মার্চ থেকে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত ২৮ হাজার ৬৭০ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ৩০৪ জন ও নারী ১০ হাজার ৩৬৬ জন।
এসবি/