মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দাদা-নাতির মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ১১:০৪ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার | আপডেট: ১২:১৪ এএম, ৯ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দাদা-নাতির এক মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর কুটি পাড়া গ্রামে।
মৃতরা হলেন- ওই গ্রামের মৃত গফুর মন্সির পুত্র এমদাদুল হক (৬২) ও তার নাতি রাকেশ মিয়া (৭)। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পাশের বাড়ির মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে পুকুর সেচে মাছ ধরতে যান এমদাদুল হক। বিদ্যুতের তারে লিক থাকায় পানিতে নামলে তিনি বিদ্যুতায়িত হন। এসময় নাতি রাকেশ দাদাকে ধরলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুজনে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এসি