যুক্তরাজ্যে একদিনে আক্রান্ত ৬৬ হাজারের বেশি মানুষ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৯ এএম, ৯ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
যুক্তরাজ্যে গেল ২৪ ঘন্টায় ৬৬ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্যবিভাগ জানায়, দিন দিন করোনা আতঙ্ক বেড়েই চলেছে।
ইতালি এবং স্পেনে ঘরের বাইরে মাস্ক পরার আইন শিথিল করা হয়েছে। ফ্রান্স, গ্রীস এবং পর্তুগালে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হয়েছে।
ভিয়েতনাম ও চীন সীমান্তে অবস্থিত বাইসে শহরে লকডাউন ঘোষণা করেছে বেইজিং।
সীমান্ত খুলে দেয়ার সরকারি সিদ্ধান্তের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের প্রবেশের পর কোয়ারেন্টিন আর বাধ্যতামূলক থাকছে না মালয়েশিয়ায়।
করোনাভাইরাস মহামারির কারণে ৯২ শতাংশ দেশেই স্বাভাবিক টিকাদান কর্মসূচির মত মৌলিক স্বাস্থ্য পরিষেবা এবং এইডসের মতো রোগের চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এদিকে, দৈনিক করোনা আক্রান্ত দেড় লাখ ছাড়িয়েছে ভারতে।
এএইচ/