ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

২৬ দিন পর বাসভবনের বাইরে শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

দীর্ঘ ২৬ দিন পর নিজ বাস ভবন থেকে বাইরে বেরিয়ে আসলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।  

শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে মিটিং করার জন্য উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ক্যাম্পাসে আসেন এবং ৭টা ৩৫ মিনিটে মিটিং শেষে শিক্ষামন্ত্রী, ভিসিসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ ক্যাম্পাস থেকে নিজ বাস ভবনে চলে যান।

এর আগে ১৬ই জানুয়ারি শিক্ষার্থীরা ভিসিকে ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে অবরুদ্ধ করলে পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করে ভিসিকে মুক্ত করে তার বাস ভবনে পৌঁছিয়ে দেন। এরপর থেকে ভিসি বাস ভবনেই ছিলেন।

এদিকে শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ প্রতিনিধিদল ক্যাম্পাসে আসেন।

এসি