ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

পাস করলেন দীঘি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

রোববার প্রকাশ করা হলো এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ৩.৭৫ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন দীঘি নিজেই।

রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এই চিত্রনায়িকা।

বিষয়টি নিশ্চিত করে এই চিত্রনায়িকা বলেন, ‘‘আমি ছাত্রী হিসেবে খুব একটা ভালো নই। তাই ফল নিয়ে আগে থেকে বড় আশা করিনি। যা পেয়েছি তাতেই খুশি।’’

দীঘির বাবা অভিনেতা সুব্রত বলেন, ‘‘পেন্ডামিকের মধ্যে তো পড়াশোনা উঠেই গিয়েছিল। কোচিং, প্রাইভেটও নেই। কতক্ষণ আর বলে বলে পড়ানো যায়। তবে সে যা পেয়েছে তাতে আমি খুশি।’’

চলচ্চিত্রের শিশুশিল্পী হিসেবে অধিক পরিচিতি পেয়েছিলেন দীঘি। ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। তখনই চলচ্চিত্রে হয় তার অভিষেক। আজ থেকে ১৬ বছর আগে নিজের প্রথম সিনেমা ‘কাবুলিওয়ালা’য় অভিনয় করে দীঘি জিতে নেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

২০২১ সালে মুক্তি পেয়েছে নায়িকা হিসেবে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ও এসেছে। এখন কাজ করছেন হাফ ডজন সিনেমাতে।

এমএম/