ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৫ ১৪৩১

কুতুবদিয়ায় ফের পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি:

প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে এক দিনে ২ শিশুর মৃত‍্যু হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে উত্তর ধুরুং চাঁদের ঘোনায় ও সন্ধ্যায় আকবর বলী পাড়ায় পৃথক পানি ডুবির ঘটনা দু'টি ঘটেছে। 

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উত্তর ধুরুং চাঁদের ঘোনা গ্রামের দিদারুল ইসলামের  শিশু পুত্র আকিল (৩)  সবার অজান্তেই বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। প্রায় আধা ঘন্টা পর পুকুরে খোঁজ পেয়ে প্রতিবেশিরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে ধুরুংবাজারে নকীব মেডিকেল হলে ডা: আলহাজ মো: নুরুল আলম কুতুবীর চেম্বারে এবং পরে উপজেলা  স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক  শিশুটি মৃত বলে জানান।

অপরদিকে একই দিন একই ইউনিয়নের সন্ধ‍্যা সাড়ে ৬ টার দিকে আকবর বলী পাড়ার মো: বাদশাহর শিশু কন‍্যা আলিফা মনি(৪) বাড়ির পুকুরে তলীয়ে যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত শিশু কনসালটেন্ট ডা: ফারিয়েল হক জিহান শিশুটিকে মৃত বলে জানান।

আরকে//