কাঁচাবাজারে বেচাকেনা এখনো পুরোপুরি শুরু হয়নি
প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৩০ জুন ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:৪৩ পিএম, ৩০ জুন ২০১৭ শুক্রবার
এখনো পুরোপুরি শুরু হয়নি রাজধানীর কাঁচাবাজারে বেচাকেনা। ক্রেতারা বলছেন, মাছ ও মুরগির দাম বাড়তি। তবে, অপরিবর্তিত রয়েছে চাল ও নিত্যপণ্যের দাম।
ঈদের ছুটির আগে- পরে সাপ্তাহিক ছুটির কারণে এখনো রাজধানীতে জনসমাগম কম। তাই জমে উঠেনি কাঁচাবাজারগুলো।
বিক্রেতারা বলছেন, সরবরাহ কিছুটা কম থাকলেও, ক্রেতা না থাকায় সবজির চাহিদা কম। করলা, পেঁপে, বেগুন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০ টাকা দরে। এছাড়া, অন্যান্য সবজি আগের তুলনায় কম দামে বিক্রি করছেন তারা। স্বাভাবিক রয়েছে আদা, রসুন, পেঁয়াজ ও আলুর দাম।
আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য। চালের দামও অপরিবর্তিত রয়েছে।
তবে, চড়া মুরগি ও মাছের বাজার। সরবরাহ স্বাভাবিক হলে দাম কমবে বলে জানালেন বিক্রেতারা। স্বাভাবিক রয়েছে গরু ও খাসির মাংসের দাম।
বাজার পুরোপুরি জমে উঠতে আরো কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন বিক্রেতারা।