লামার কোয়ান্টাম কসমো কলেজে শতভাগ পাশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বান্দরবানের ১৩টি কলেজের মধ্যে একমাত্র কলেজ হিসেবে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে লামার কোয়ান্টাম কসমো কলেজ।
এবছর পরীক্ষা দিয়েছে ৭৮ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর ৫০ ভাগই (৩৯ জন) এ প্লাস পেয়েছে। আর বাকি ৩৯ জন পেয়েছে এ গ্রেড।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শতভাগ পাশের তালিকায় (শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে) সপ্তম স্থান অধিকার করে কোয়ান্টাম কসমো কলেজ।
এর আগে রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সার্বিকভাবে পাসের হার ৯৫.২৬ শতাংশ। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ সকল বোর্ডের ২০২১ সালের উচ্চ মাধ্যমিক, আলিম ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৩৫.২৬ শতাংশ। আর আলাদাভাবে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এ পরীক্ষার পাসের হার ৯৫.৫৭ শতাংশ।
এসি