ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

সোশ্যাল ইসলামী ব্যাংকের তিনটি নতুন উপশাখা উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ৩টি উপশাখা ১৪ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়েছে। প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপশাখা তিনটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। 

এগুলো হচ্ছে ঢাকার নাখালপাড়ায় ১০৫তম, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাজারহাটে ১০৬তম ও পাবনার ঈশ্বরদীর আওতাপাড়ায় ১০৭তম উপশাখা। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, মার্কেটিং এন্ড ব্রান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান এবং ব্রাঞ্চেস কন্ট্রোল এন্ড জেনারেল ব্র্যাংকিং বিভাগের প্রধান সাইফ আল-আমীন। 

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের কাওরান বাজার, রোয়াজারহাট ও পাবনা শাখার ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কেআই//