গাজীপুরে সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি! (ভিডিও)
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৫:২০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৫:২৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন নির্মিত ও প্রশস্ত করা সড়কের মাঝখানে রয়েছে পল্লী বিদ্যুতের খুঁটি। রাস্তার উন্নয়ন কাজ হলেও বৈদ্যুতিক খুঁটি অপসারণ না করায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এদিকে এসব খুঁটি সড়ক থেকে সরাতে সমন্বিত উদ্যোগের অভাব দেখছে পল্লী বিদ্যুৎ অফিস।
গাজীপুর সিটির সালনা, হাতিয়াব, বিলাসপুর, পশ্চিম ধীরাশ্রম, রোডসহ বিভিন্ন এলাকার নতুন নির্মিত ও প্রশস্ত সড়কের মাঝখানে রয়েছে বৈদ্যুতিক খুটিগুলো। ফলে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে ট্রাক, মিনিবাস প্রাইভেটকারসহ ব্যাটারিচালিত অটোরিকশা।
স্থানীয়রা বলছেন, রাস্তার কাজ শেষ হলেও খুঁটিগুলো সরানোর উদ্যোগ নেয়া হয়নি। যার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
এদিকে, খুঁটিগুলো মাঝ সড়ক থেকে সরানোর বিষয়ে সমন্বিত উদ্যোগের অভাব রয়েছে বলে মনে করছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
এ প্রসঙ্গে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল বলেন, ‘‘ খুঁটিগুলো সরানোর জন্য আমরা সিটি কর্পোরেশনে যোগাযোগ করেছি। তারা এই ব্যাপারে কোনও উদ্যোগ নেয়নি। সমন্নিত প্রোগ্রামের অভাবে আমরা জনগনের কষ্টকে দূর করতে পারি নাই।’’
এসব খুঁটি সরাতে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, ‘‘ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এগুলো জরুরীভিত্তিতে অপসারণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’’
সড়কের মাঝ থেকে বৈদ্যুতিক খুঁটি দ্রুত সরিয়ে চলাচল ঝুঁকিমুক্ত করার দাবি নগরবাসীরও।
এমএম/