ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২০ ১৪৩১

বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার | আপডেট: ১২:০৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

ভারতের বিখ্যাত সংগীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ বিষয়ে জানানো হয়।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মারা যান বাপ্পী লাহিড়ী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

আরও পড়ুন: প্রখ্যাত গায়ক বাপ্পী লাহিড়ী আর নেই

বাপ্পী লাহিড়ী ১৯৭০ থেকে ৮০ পর্যন্ত হিন্দি সিনেমার জগতের জনপ্রিয় নাম। হিন্দিতে ‘ডিস্কো ড্যান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, বাংলায় অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, আমার তুমি, অমর প্রেম প্রভৃতি ছবিতে তিনি সুর দিয়েছেন। শুধু সুরারোপ নয়, একাধিক গান গেয়েছেনও। ২০২০ সালে তার শেষ গান ‘বাগি- ৩’ এর জন্য।

উপমহাদেশের অমর শিল্পী কিশোর কুমার ছিলেন বাপ্পির মামা। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী দু’জনেই ছিলেন সংগীত জগতের মানুষ।
এসএ/