হাড়ে পুরনো ব্যাথা’র কারণ হতে পারে ক্যান্সার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

ক্যান্সার নামটা শুনলেই ভয়ে কেঁপে ওঠে মন। দিনে দিনে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে ভয়ানক এ অসুখ সম্পর্কেও বাড়ছে অভিজ্ঞতা। তবে এখনও অনেক ধরণের ক্যান্সার রয়েছে যা সম্পর্কে ধারণা নেই। ঠিক তেমনই একটি ক্যান্সার হচ্ছে হাড়ের ক্যান্সার। এই ধরণের ক্যান্সার সম্পর্কে অনেকেরই অভিজ্ঞতা কম।
বিশেষ করে হাড়ের ব্যাথা অনুভব হলে তা বিভিন্ন কারণে হচ্ছে বলে ধরে নি আমরা। কিন্তু হাড়ের অসহ্য ব্যাথা কারণও হতে পারে ক্যান্সার। বিশেষজ্ঞরা বলছেন, যত দ্রুত এই ক্যান্সারের চিকিৎসা শুরু করা যায়, সুস্থ হয়ে ওঠার আশাও ততটাই বেশি।
হাড়ের ক্যান্সারের সম্পর্কে জানতে তার লক্ষণগুলো কি তা জানা দরকার।
লক্ষণগুলো কি কি –
হাড়ের ক্যান্সার হলে হাড় হয়ে যায় অত্যন্ত দুর্বল। তখন সামান্য আঘাতেই হয়ে যায় ফ্র্যাকচার। সাধারণ কিছু চোটেও হাড়ে ফাটল ধরে। এমন সমস্যা দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিৎ।
এই ক্যান্সারের ক্ষেত্রে হাড়ের ব্যথা হয় সাংঘাতিক। চোট-আঘাত না পাওয়া সত্ত্বেও হাড়ে ব্যথা হওয়ার পাশাপাশি যদি ব্যথা হওয়ার স্থান অনেকটা ফুলে যায়, তা হলে এটি সাধারণ হাড়ের সমস্যা নাও হতে পারে। দীর্ঘদিন ধরে শরীরের কোনও অংশে ফোলা ভাব থাকলে তা উপেক্ষা করা একদমই ঠিক নয়।
হঠাৎ শরীরের কোনও অংশ অবশ হতে শুরু করলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। কারণ এই সমস্যার পিছনে থাকতে পারে ক্যান্সারের ঝুঁকি।
আর্থ্রাইটিসের সমস্যা থাকলে হাত-পা নড়াতে সমস্যা হয়। তবে সব সময়ে হাত-পা নড়াতে না পারার সঙ্গে আর্থ্রাইটিসকে যোগ করবেন না। এটি হতেই পারে হাড়ের ক্যান্সারের লক্ষণ। তাই সাবধান থাকুন।
সূত্র: আনন্দবাজার
আরএমএ/এসএ/