ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

রাজবাড়ীতে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

রাজবাড়ী সদর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

বুধবার দুপুরে সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রণালের সহযোগিতায় প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, ভাইস-চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল হক সরদার, সদর উপজেলা কর্মকর্তা ডাঃ মোঃ খায়ের উদ্দিন, জেলা ডেইরী এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ কহিনুরসহ অন্যান্যরা। 

এ সময় ৫ খামারীকে গবাদী পশুর ওষুধ প্রদান করা হয়। পরে বিভিন্ন পশু-পাখির ৬০টি স্টল পরিদর্শন করেন অতিথিরা।

এএইচ/