ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ফেব্রিক মেলার আয়োজন করেছে জাবের অ্যান্ড জুবায়ের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার | আপডেট: ০৪:২৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

বিদেশী ক্রেতাদের জন্য ফেব্রিক মেলার আয়োজন করেছে জাবের অ্যান্ড জুবায়ের। চার বছর ধরে তারা এ মেলার আয়োজন করে আসছে।

এবারের মেলা হচ্ছে দশম এডিশন। আন্তর্জাতিক কাপড়ের বাজারকে লক্ষ রেখে বছরে দুবার এই মেলার আয়োজন করা হয়। একটি শীত বা অটম-উইন্টার মৌসুমকে ঘিরে অন্যটি গ্রীষ্ম বা স্প্রিং-সামার মৌসুমকে কেন্দ্র করে। এবারের মেলাটি সামার ২০২৩ সালের আন্তর্জাতিক বাজার লক্ষ রেখে আয়োজন করা হয়েছে।

এবারের মেলায় জাবের অ্যান্ড জুবায়ের শতভাগ সাসটেনএবল এবং ইকো-ফ্রেন্ডলি কাপড়ের প্রদর্শনী করছে। ২০৯টি নতুন ধরনের কাপড়ের ডিজাইনসহ ৪৬টি সৃজনশীল, ইনোভেটিভ কাপড় নিয়ে এসেছে এবার জাবের অ্যান্ড জুবায়েরের আরএন্ডডি, মার্কেটিং এবং ডিজাইন টিম। 

এছাড়াও এবারের মেলায় জাবের অ্যান্ড জুবায়ের ৬টি সম্পূর্ণ নতুন কাপড় নিয়ে এসেছে। এগুলো হচ্ছে টেনসেল লিউক্স ফাইবার, জুট ফাইবার, বানানা ফাইবার, এগ্রোলুপ (বাযো-ফাইবার) ফাইবার, ১০০ ভাগ লিনেন এবং কাপুক ফাইবার।

জাবের অ্যান্ড জুবায়ের ফ্রেবিক্স উইকে এবার দেশ বিদেশ থেকে রেজিষ্ট্রি করেছেন হাজারের বেশি ভিজিটর। ইউরোপ এবং আমেরিকার জনপ্রিয় রিটেইলার ও কাপড়ের ব্যান্ড এইচএন্ডএম, আমেরিকান ইগল, এমঅ্যান্ডএস, জারা, রালফ লরেন ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রেতা, ডিজাইনাররা এই মেলায় আসছেন এবং ২০২৩ এর গ্রীষ্মকালীন ফ্যাশান মার্কেটের জন্য নিজেদের ফেব্রিক্স সোরসিং বা কাপড় নির্বাচন করছেন। 

জাবের অ্যান্ড জুবায়েরের পরবর্তী ফেব্রিক্স উইক অনুষ্ঠিত হবে এ বছরের ১৭-২২ জুলাই।
এসএ/