ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২০ ১৪৩১

চাচাকে হারিয়ে শোকাহত তামিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

তামিম ইকবাল ও আকবর খান

তামিম ইকবাল ও আকবর খান

ছোট চাচা আকবর খানকে হারালেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। বুধবার দিবাগত রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আকবর খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। 

জানা গেছে, বেশ কিছু দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। কিডনিজনিত সমস্যায় ভুগলেও তার মৃত্যু হয়েছে হৃদরোগে। 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাদ আসর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। এর আগে চট্টগ্রামের এমএ আজিজ আউটার স্টেডিয়ামে জানাজার নামাজ সম্পন্ন হবে।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারের সদস্য আকবর খান তামিম ইকবাল ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের ছোট চাচা এবং সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানের ছোট ভাই। আকবর খানের মৃত্যুতে খান পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার ছোট চাচা আকবর খান আজ ভোরে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।’

আকবর খান নিজেও ছিলেন একজন ক্রিকেটার। এমনকি তামিমের উঠে আসার পেছনে আছে তার প্রত্যক্ষ অবদান।

চাচার স্মৃতিচারণ করে তামিম লিখেছেন, ‘উনি নিজেও একসময় ক্রিকেটার ছিলেন। অনেকেই হয়তো জানেন না, আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই। ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলাম চাচার কাছ থেকে। ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তার তত্ত্বাবধানে। ক্রিকেটের পথে আজ যতদূর আসতে পেরেছি, উনি যত্ন করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই।’

প্রয়াত ছোট চাচার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তামিম। লিখেছেন, ‘মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতবাসী করুন। আমার চাচা ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’

এনএস//